LIVE ব্রিসবেনে বৃষ্টি শুরু, ম্যাচ বন্ধ

আজ শনিবার, ৮ নভেম্বর ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে ব্রিসবেনের আইকনিক গাব্বা স্টেডিয়ামে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় এই ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জয় পেলে সিরিজ তাদের দখলে যাবে।
সিরিজের প্রথম ম্যাচটি ক্যানবেরায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল, ফলে সেটি “নো রেজাল্ট” ঘোষণা করা হয়। দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে জয় পায় অস্ট্রেলিয়া। তবে হোবার্ট এবং গোল্ড কোস্টে পরপর দুই ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। এখন সিরিজের শেষ ম্যাচটি বাকি, যেখানে ভারতের সামনে সুযোগ রয়েছে ৩-১ ব্যবধানে সিরিজ জেতার।
তবে, যদি ভারত শেষ টি২০ ম্যাচটি হেরে যায়, তাহলে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হবে, এবং উভয় দলই সিরিজ ভাগাভাগি করবে। ফলে এই অবস্থায় ভারত সিরিজ হারতে পারে না, আবার অস্ট্রেলিয়াও সিরিজ জিততে পারবে না।
১৪:০৬ : ৫০ রান সম্পূর্ণ ভারতের
১৩:৫৮: ৩ ওভার শেষে ভারতের রান ৩৫-০, ক্রিজে রয়েছেন অভিষেক শর্মা ৯*, শুভমন গিল ২৬*
১৩:৪৭: ১ ওভার শেষে ভারতের রান ১১-০, ক্রিজে রয়েছেন অভিষেক শর্মা ৬*, শুভমন গিল ৫*
১৩:১৯: টসে হার ভারতের, প্রথমে বোলিং করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ায়