ফাইনাল ইয়ার-সিমেস্টারের পরীক্ষা বাধ্যতামূলক, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ ইউজিসির
সেই সঙ্গে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধিও মানারও নির্দেশ দেওয়া হয়েছে
বিশ্ববিদ্যালয়গুলিকে ৩১ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল ইয়ার-সিমেস্টারের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
উচ্চশিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সোমবার এক অধিবেশনে সিদ্ধান্ত নেয়, ফাইনাল ইয়ার-সিমেস্টারের পরীক্ষা বাতিল করা যাবে না৷ তারপরই বার্ষিক পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়৷ স্বরাষ্ট্রমন্ত্রক ওই চিঠিতে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে জানিয়েছে, ফাইনাল ইয়ার-সিমেস্টারের পরীক্ষা বাধ্যতামূলক৷
ইউজিসির নির্দেশিকা মেনেই এই পরীক্ষা নেওয়ার কথা বলে হয়েছে৷ সেই সঙ্গে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধিও মানারও নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করায় নতুন করে জটিলতা তৈরি হল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে যে, চূড়ান্ত টার্মের পরীক্ষা নিতেই হবে অর্থাৎ তা বাধ্যতামূলক। পরীক্ষা সংক্রান্ত ইউজিসির গাইডলাইনস মেনেই পরীক্ষা সংগঠিত হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নিতে হবে।
এদিকে কেন্দ্রের এই নির্দেশের পর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষার ভবিষ্যত কী হবে, তা নিয়ে জটিলতার সৃষ্টি হল। ইতিমধ্যেই রাজ্য সরকার ফাইনাল সিমেস্টার বা ইয়ারের পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় আগের পরীক্ষাগুলিতে পাওয়া সর্বোচ্চ নম্বর ও অভ্যন্তরীন মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলার কয়েকটি বিশ্ববিদ্যালয় কীভাবে মূল্যায়ন হবে তা জানিয়ে দিয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের আজকের চিঠির আবারও নতুন করে জটিলতা তৈরি হল।
সোমবার ইউজিসির পরীক্ষা সংক্রান্ত বৈঠক ছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ৩১ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় ও অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠামগুলিকে ফাইনাল ইয়ার-সিমেস্টারের পরীক্ষা প্রক্রিয়া শেষ করতে হবে। সোমবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে ইউজিসি। তবে যে সমস্ত পড়ুয়ারা সেপ্টেম্বরে পরীক্ষা দিতে পারবেন না তাঁরা আরেকটি সুযোগ পাবেন। অনলাইন, অফলাইন বা মিক্সড মোডে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি। ফাইনাল ইয়ার ছাড়া অন্য ফাইনাল ইয়ার-সিমেস্টারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনতা দিয়েছে ইউজিসি।

