ঘরে বসেই জেনে নিন—আপনার এসআইআর ফর্ম আপলোড হয়েছে কি না!

November 20, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫০: রাজ্যজুড়ে এখন চলছে এসআইআর প্রক্রিয়া। অনেকেই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন, কিন্তু আপনার ফর্মটি সত্যিই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়েছে কি না—এবার ঘরে বসেই চটজলদি দেখে নিতে পারবেন। কীভাবে? দেখে নিন ধাপে ধাপে—

*১)* প্রথমে গুগলে যান এবং সার্চ বক্সে লিখুন: [https://voters.eci.gov.in/](https://voters.eci.gov.in/) । এই লিঙ্কে ক্লিক করলেই খুলবে নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল।

*২)* হোমপেজের উপরের ডানদিকে সবুজ রঙের যে বক্সটি দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে *‘Fill Enumeration Form’*। এই অপশনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে লগ ইন পাতায়।

*৩)* লগ ইন করতে হবে EPIC নম্বর বা আপনার মোবাইল নম্বর দিয়ে। মনে রাখবেন, ভোটার আইডির সঙ্গে আপনার মোবাইল নম্বর সংযুক্ত থাকলেই লগ ইন করা সম্ভব।

*৪)* এরপর পরবর্তী পাতায় নিজের রাজ্য বেছে নিন এবং লিখুন ভোটার আইডির নম্বর।

*৫)* স্ক্রিনেই ভেসে উঠবে ভোটারের সমস্ত তথ্য—সহজেই দেখতে পাবেন আপনার নিবন্ধিত বিএলও-র নাম। যদি আপনার মোবাইল নম্বর সেখানে দেখায়, তবে পাবেন ওটিপি নেওয়ার অপশন।

*৬)* ওটিপি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই বুঝতে পারবেন—আপনার এসআইআর ফর্ম কমিশনের সাইটে আপলোড হয়েছে কি না।

*৭)* যদি কোনও তথ্য ভুল থাকে, নাম বা নম্বরের মিল না থাকে, কিংবা ফর্ম আপলোড না হয়ে থাকে—তবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে।

এইভাবেই মাত্র কয়েক ধাপে নিজের এসআইআর ফর্মের অবস্থা যাচাই করতে পারবেন ঘরে বসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen