পেলের কোন রেকর্ড ভাঙলেন নেইমার? দেখে নিন

দক্ষিণ আমেরিকান যোগ্যতা অর্জন পর্বের তালিকায় আপাতত শীর্ষে রয়েছে ব্রাজিল।

September 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ব্রাজিলের জার্সি গায়ে ৭৮টি গোল করলেন নেমার। ছবি সৌজন্যে: ANI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শনিবার বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬১ মিনিটে গোল করার পরই নেমার জুনিয়ার ব্রাজিলের জার্সিতে ফুটবলের রাজা পেলের সর্বোচ্চ গোলের রেকর্ডটিকে ভেঙে দিলেন। ব্রাজিলের জার্সি গায়ে পেলে ৭৭টি গোল করেছিলেন। আজকের গোলের পর ব্রাজিলের জার্সি গায়ে ৭৮টি গোল করলেন নেইমার।

আগামী বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারিয়ে দুরন্ত জয় পেল ব্রাজিল। নেইমার এবং রদ্রিগো জোড়া গোল ও রাফিনহা একটি গোল করেন। দক্ষিণ আমেরিকান যোগ্যতা অর্জন পর্বের তালিকায় আপাতত শীর্ষে রয়েছে ব্রাজিল। যোগ্যতা অর্জন পর্বে তারা পরের ম্যাচে খেলবে পেরুর বিরুদ্ধে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen