উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ঘোষণার দাবি, জন বারলার বিরুদ্ধে থানায় অভিযোগ

কোচবিহারের দিনহাটা থানায় বারলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেলা যুব তৃণমূলের সহ সভাপতি জাকারিয়া হোসেন।

June 21, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পৃথক উত্তরবঙ্গ (North Bengal) রাজ্যের দাবি তোলায় আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার (John Barla) বিরুদ্ধে পুলিশে দায়ের হল অভিযোগ। কোচবিহারের দিনহাটা থানায় বারলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জেলা যুব তৃণমূলের সহ সভাপতি জাকারিয়া হোসেন।

অভিযোগ পত্রে দাবি করা হয়েছে, শনিবার জন বারলা যে সব কথা বলেছেন তাতে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শান্তিভঙ্গ হতে পারে। সেজন্য জন বারলার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করুক প্রশাসন।

শনিবার এক সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তোলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ বঞ্চিত। এখানকার মানুষ অনুন্নয়নের শিকার। এই সমস্যার সমাধান সম্ভব আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির মাধ্যমে।’

জন বারলার এই দাবিকে যদিও আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানায়নি বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘জন বারলা তাঁর ব্যক্তিগত মত জানিয়েছেন। রাজ্য ভাগের কোনও দাবি সমর্থন করে না বিজেপি। উনি দলের সঙ্গে কথা না বলে কেন এই দাবি তুলেছেন তা নিয়ে কথা বলবো।’

এর পর বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আলাদা রাজ্য নিয়ে কিছু বলবো না। তবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার যে অভিযোগ উঠেছে তা আমরা বুঝতে পারি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen