চেতলা অগ্রণীর ক্লাবের পুজো মণ্ডপে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ দর্শনার্থীদের প্রবেশ

September 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো (Durga Puja 2025) চেতলা অগ্রণী ক্লাবের (Chetla Agrani Club) মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত বন্ধ রাখা হয়েছে দর্শনার্থীদের প্রবেশ। চতুর্থীর দিনই মণ্ডপ খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য, কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা।

সূত্রের খবর, শর্ট সার্কিট থেকেই আগুন (Fire) লাগে মণ্ডপে। যদিও বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবু সুরক্ষার কথা মাথায় রেখে ক্লাব কর্তৃপক্ষ দর্শনার্থীদের প্রবেশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোশাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর মণ্ডপ বন্ধ থাকবে এবং পুনরায় কখন খুলবে, তা পরে জানানো হবে।

https://www.facebook.com/stories/109538877851730/?source=EMBED_POST&ref=embed_post

এবছর চেতলা অগ্রণীর থিম ‘অমৃত কুম্ভের সন্ধানে’-সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধা জানিয়ে এই ভাবনা। প্রতিমার চক্ষুদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃতীয়ার দিন থেকেই দর্শনার্থীরা মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছিলেন। কিন্তু অগ্নিকাণ্ডের কারণে উৎসবের আনন্দে আপাতত ছেদ পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও উৎসবপ্রেমীরা এখন অপেক্ষায়, কবে আবার খুলবে চেতলার পুজো মণ্ডপ। ক্লাবের তরফে দর্শনার্থীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মণ্ডপ দর্শন সম্ভব নয় বলেই জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen