ব্রাজিলের COP30 সম্মেলনে অগ্নিকাণ্ড! অসুস্থ অন্তত ১৩

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:২৪: ব্রাজিলের পারা প্রদেশের রাজধানী বেলেমে জলবায়ু পরিবর্তনজনিত নানান সমস্যার সমাধান খুঁজতে COP30 সম্মেলন চলছে। বৃহস্পতিবার সম্মেলনের মূল মঞ্চে ভয়াবহ আগুন লাগে। এগজিবিশন পেভমেন্ট থেকে ছড়িয়ে পড়ে আগুন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে অন্তত ১৩ জন।
মনে করা হচ্ছে, মাইক্রোওয়েভ ওভেনে যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লাগে। বদ্ধ হলের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন, তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তারক্ষী ও স্থানীয় দমকল বিভাগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, চলতি মাসে ১০ তারিখ থেকে শুরু হয়েছে COP30-র বৈঠক। ২১ নভেম্বর, শুক্রবার অর্থাৎ আজ বৈঠক শেষ হওয়ার কথা। ২০০টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এসেছেন। আগুন লাগায় বৃহস্পতিবার আলোচনা ব্যাহত হয়। শুক্রবার সকালে রাষ্ট্রপুঞ্জ বিবৃতিতে জানিয়েছে, সভাস্থলটি এখন ব্যবহার যোগ্য। সূচি মেনেই আজ সম্মেলনের কাজ পরিচালিত হবে।