মুম্বইয়ের ED দপ্তরের আগুন, বহু নথি নষ্টের আশঙ্কা!
আগুনের ফলে ইডি দপ্তরের কত ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও তা জানা যায়নি।
April 27, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার গভীররাতে আগুন লাগে মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকার ইডি দপ্তরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথমে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। পরে দমকলের আরও চারটি ইঞ্জিন পাঠানো হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুসারে, রবিবার সকাল পর্যন্ত দমকলকর্মীরা কাজ করছেন।
গভীর রাতে ইডি দপ্তর বন্ধ ছিল। ভিতরে কর্মীরা তেমন কেউ ছিলেন না। দিনের অন্য কোনও সময়ে আগুন লাগলে প্রাণহানি হতে পারত। আগুনের ফলে ইডি দপ্তরের কত ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও তা জানা যায়নি। তবে বহু নথি নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে বহু তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। গভীর রাতে কী ভাবে আগুন লাগল, তাও খতিয়ে দেখা হচ্ছে।