সাগরদিঘিতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

সাগরদিঘিতে সরকারি বাসে আগুন

August 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: আজ, সোমবার সকালে আগুন লাগে সরকারি বাসে। ঘটনাটি ঘটে সাগরদিঘির মোড়গ্রাম সংলগ্ন দোহালমোড়ে। বহরমপুর থেকে ফরাক্কার উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। চলন্ত বাসে আচমকাই আগুন লেগে যায়। বাসটিকে ঘিরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু হয় যাত্রীদের মধ্যে। কোনওরকমে বাস থেকে নেমে প্রাণে বাঁচেন যাত্রীরা।

খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। সাগরদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনায় কেউ প্রাণ হারাননি। বেশ কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বাসটিকে প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen