লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন লেগে ধুন্ধুমার হাওড়া স্টেশন

কয়েকমাস আগেই বালি স্টেশনে একইভাবে প্যান্টোগ্রাফে আগুন লাগার ঘটনা ঘটে।

February 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাওড়া স্টেশনে ঢোকার মুখে একটি ডাউন লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে হঠাৎই আগুন লাগে বলে খবর। প্ল্যাটফর্মে ঢোকার আগেই ট্রেনটি দাঁড়িয়ে যায়। আচমকা এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ড নিয়ে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে।

ঠিক কী ঘটেছে হাওড়া স্টেশনে?‌ রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনে ঢোকার মুখেই একটি ডাউন লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফে আগুন লেগে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। আগুন লাগায় মাঝপথে থমকে যায় ট্রেনও। আতঙ্কিত যাত্রীরা ছুটে নেমে আসেন ট্রেন থেকে। ব্যস্ত সময়ে তখন তোলপাড় হাওড়া স্টেশন।

কী বলছে পূর্ব রেল?‌ এই ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‌অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলেও আগুন সঙ্গে সঙ্গে নিভে যায়। এতে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। যাত্রীরাও সবাই নিরাপদে ফিরে গিয়েছেন। ওই লোকাল ট্রেনটি ফের স্টেশন থেকে ফের যাত্রা করেছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’‌

উল্লেখ্য, কয়েকমাস আগেই বালি স্টেশনে একইভাবে প্যান্টোগ্রাফে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনাতেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তবে কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আজ, বহু যাত্রী আতঙ্কে থুটোছুটি করেন। কেউ কেউ পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন বলে শোনা গিয়েছে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen