ভাইফোঁটার সকালে অগ্নিকাণ্ড! আমহার্স্ট স্ট্রিট এলাকার প্রিন্টিং প্রেসে আগুন
October 23, 2025
|
< 1 min read
Published by: Ritam

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। সকালে আচমকাই প্রেস থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় অল্প সময়ের মধ্যেই। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। হতাহতের খবর মেলেনি। সকালে প্রেস বন্ধ থাকায় ভিতরে কেউ আটকে নেই বলে মনে করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের দোকানগুলি। দোকানগুলি থেকে জিনিসপত্র বার করে নিয়ে আসার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ঘটনাস্থলের আশপাশে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। বড় দুর্ঘটনা এড়াতে দোকানগুলি থেকে গ্যাস সিলিন্ডারগুলি সরিয়ে ফেলা হচ্ছে। কীভাবে আগুন লাগল, এখনও কারণ স্পষ্ট নয়।