প্রায় ১২ ঘন্টা ধরে জ্বলছে শুশুনিয়া পাহাড়, বহু জীবজন্তুর মৃত্যুর আশঙ্কা

বুধবার রাত ১০টা নাগাদ পাহাড়ের একাংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা

April 8, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রায় ১২ ঘণ্টা ধরে জ্বলছে শুশুনিয়া পাহাড়। বহু জীবজন্তুর মৃত্যুর আশঙ্কা। বুধবার রাত ১০টা নাগাদ পাহাড়ের একাংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা চলছে। 

আমাজনের পর এবার আগুনের গ্রাসে এ রাজ্যের অরণ্য শুশুনিয়া। মঙ্গলবার সন্ধে থেকেই এই পাহাড়ের জঙ্গলে আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১ টি ইঞ্জিন। কিন্তু আগুন নেভাতে ব্যর্থ হয় দমকলও। আতঙ্কে গ্রামবাসীরা।

লকডাউনে স্বাভাবিকভাবেই সবাই ঘরে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে আচমকা কয়েকজনের নজরে পড়ে শুশুনিয়া পাহাড়ের জঙ্গলে আগুন। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা অরণ্য। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১ টি ইঞ্জিন।

কিন্তু প্রতিকূলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও না নিভিয়েই ফিরে যায় ইঞ্জিনটি। স্থানীয় সূত্রে খবর, এরপর রাতের দিকে ফের দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। পুড়ে ছাই যায় একের পর এক গাছ। আশঙ্কা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে প্রাণহানী হয়েছে বহু শিয়াল, অজগর, খরগোশ জাতীয় প্রাণীর।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ ইচ্ছাকৃত আগুন ধরিয়েছে জঙ্গলের শুকনো পাতায়। সেই থেকেই এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুরু হয়েছে তদন্তও। তবে এবিষয়ে এখনও বনদপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। জঙ্গলের আগুন যে কোনও মুহূর্তে তাঁদের বাসস্থানকে গ্রাস করতে পারে, এই আশঙ্কা তাঁদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen