কলকাতায় প্রথম ট্রায়াল ভ্যাকসিন নিতে পারেন মন্ত্রী ফিরহাদ হাকিম?

এদিন বেলেঘাটা নাইসেডের ডিরেক্টর শান্তা দত্তর সঙ্গে পরে বৈঠক করেন তিনি।

November 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের জন্য কলকাতা এল কোভ্যাকসিন (Covaxin)। বুধবার ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের ১,০০০টি ডোজ বেলেঘাটা নাইসেডে এসে পৌঁছেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে এর প্রয়োগ। সূত্রের খবর, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কলকাতায় প্রথম ভ্যাকসিন নিতে পারেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বুধবার টিকা কলকাতায় পৌঁছনোর পর ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বেলেঘাটা নাইসেডের তরফে স্বেচ্ছাসেবক হওয়ার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে কলকাতার মুখ্য প্রশাসক তথা পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ফিরহাদ বলেন, ‘এতটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।’ এদিন বেলেঘাটা নাইসেডের ডিরেক্টর শান্তা দত্তর সঙ্গে পরে বৈঠক করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen