সিএএ লাগু করবে বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে বিজেপি, সুকান্তর মন্তব্যে প্রতিক্রিয়া ফিরহাদের

‘মতুয়া বিদ্রোহে’ জেরবার বঙ্গ বিজেপি ফের সিএএ নিয়ে গরম গরম কথা বলতে শুরু করেছে

February 19, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

‘মতুয়া বিদ্রোহে’ জেরবার বঙ্গ বিজেপি ফের সিএএ নিয়ে গরম গরম কথা বলতে শুরু করেছে৷ মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে ভোট প্রচারে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকারের সম্মতি না থাকলেও বাংলায় সিএএ লাগু হবে৷ এ নিয়ে বিজেপিকে বিঁধলেন মেয়র ফিরহাদ হাকিম৷ শনিবার তিনি বলেন, ঔদ্ধত দেখিয়ে সিএএ লাগু করার কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি৷ বাংলার মানুষ পুরভোটে এর জবাব দেবে৷

শুধু তৃণমূল নয়, কংগ্রেস শিবির থেকেও সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদ করা হয়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বিজেপিকে পাল্টা আক্রমণ করেন৷ জানান, বিজেপি তাদের রাজ্যেই সিএএ চালু করতে পারেনি৷ তাঁর অভিযোগ, ভোটের বাজারে সাম্প্রদায়িকতার কথা বলে বিজেপি ভোট পাওয়ার চেষ্টা করছে৷ একই সুরে কথা বলেছেন ফিরহাদ হাকিমও৷ তিনি জানান, বিজেপি সর্বগ্রাসী মনোভাব নিয়ে চলছে৷ সংবিধানের ঊর্ধ্বে উঠে গায়ের জোরে সিএএ লাগু করার চেষ্টা হলে ফল ভালো হবে না৷ বাংলার মানুষ মেনে নেবে না৷

তৃণমূল বরাবরই সিএএ বিরোধী৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, তিনি কিছুতেই বাংলায় সিএএ চালু করতে দেবেন না৷ লোকসভা ভোটে এই সিএএ ইস্যুকে হাতিয়ার করেই ফায়দা তোলে বিজেপি তৃণমূলের একচেটিয়া মতুয়া ভোট ব্যাঙ্কে থাবা বসায় তারা৷ সংসদে আইন পাশ হওয়ার পরেও সিএএ লাগু না হওয়ায় সেই মতুয়ারাই এখন বিজেপির উপর ক্ষিপ্ত৷ সম্প্রতি ঠাকুরবাড়ির ছোট ছেলে তথা কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও বুঝিয়ে দেন, এ নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে৷

মতুয়া ক্ষোভে প্রলেপ দিতে ফের সিএএ ইস্যু খুঁচিয়ে তুলতে শুরু করেছে বিজেপি৷ দু’দিন আগে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, ২০২৪-এর আগেই রাজ্যে সিএএ চালু হবে৷ সেই কাজ শুরু হয়ে গিয়েছে৷ তারপরই মুর্শিদাবাদে গিয়ে সুকান্ত মজুমদারের হুঙ্কার, আজ না হয় কাল রাজ্যে সিএএ হবেই৷ রাজ্য সরকারের বিরোধিতার কারণেই সিএএ চালু করতে দেরি হচ্ছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen