কোচবিহারে পার্থপ্রতিমের বাড়ি লক্ষ্য করে চলল গুলি, চাঞ্চল্য

পার্থপ্রতীম রায়ের কোচবিহার ১ ব্লকের জিরানপুরে গ্রামের বাড়ির সামনে দিয়ে মারুতি গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী।

July 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোচবিহার জেলা তৃণমূলের (Trinamool) সভাপতি পার্থপ্রতিম রায়ের (Partha Pratim Roy) বাড়িতে চলল গুলি। কোচবিহার ১ ব্লকের জিরানপুরে জেলা তৃণমূল সভাপতির বাড়ি। তাঁর গ্রামের বাড়িতে ঢুকে গুলি চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার বেলা ৩টে থেকে সাড়ে ৩টের মধ্য়ে ঘটনাটি ঘটেছে। পার্থপ্রতীম রায়ের কোচবিহার ১ ব্লকের জিরানপুরে গ্রামের বাড়ির সামনে দিয়ে মারুতি গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ঘটনার সময় বাড়িতে ছিলেন পার্থপ্রতীম রায়। ওই বাড়িতে ছিলেন পার্থবাবুর বাবা-মা এবং দাদা-বৌদি। অভিযোগ, বাড়িতে ঢুকে হাঙ্গামা শুরু করে দুষ্কৃতীরা। জেলা তৃণমূল সভাপতির বাবা-মা বাধা দিতে গেলে, তাঁদের গুলি করার হুমকি দেওয়া হয়। ভয়ে কার্যত সিঁটিয়ে যান তাঁরা। এরপরই বাড়ির ভিতরে গুলি চালায় ওই দুষ্কৃতীরা। 

কোচবিহার (Cooch Behar) জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় জানান, গোটা ঘটনার ভীত-সন্ত্রস্ত তিনি। কেন তাঁর বাড়িতে হামলা করা হল, তা নিয়ে ধন্দে রয়েছেন। ইতিমধ্যে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen