সোমবারই মমতার মন্ত্রিসভার প্রথম বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সব নিয়েও আলোচনা হবে।

May 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান। আর তারপরই বসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। সেখানে আলোচনার প্রধান বিষয়বস্তু অবশ্যই করোনা পরিস্থিতি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সব নিয়েও আলোচনা হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেই সব পরিকল্পনা থমকে রয়েছে। আগামী ১ জুন থেকে তা বাস্তবায়ন হবে। এছাড়াও বৈঠকে কর্মসংস্থান সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মন্ত্রিসভার বৈঠকের পর, বেলা সাড়ে ১২টায় নবান্ন সভাঘরে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ সহ বিভিন্ন ধর্মীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে ফোরাম ফর দুর্গোৎসবকেও।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের অনুষ্ঠান বাড়িতে করার জন্য আবেদন জানিয়েছেন। যাতে কোনও জমায়েত ৫০ জনের বেশি না হয়, সেদিকে লক্ষ রাখতে অনুরোধ করেছেন। গত বছরের মতো এবারও রেড রোডে ঈদের নামাজ পড়া হবে না। সে ব্যাপারেই ধর্মীয় গুরুদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen