‘আগে লোকসভা ডিসলভ করুন, তারপর সারা দেশে SIR করবেন’, দিল্লি রওনা হওয়ার আগে বিস্ফোরক অভিষেক
তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশনের কাছে SIR-র নিয়ে কোনও সদুত্তর নেই। তাই বিরোধীদের মুখোমুখি হচ্ছেন না কমিশনের কর্তারা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: SIR-র বিরোধিতায় সোমবার INDIA-র সাংসদদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের বর্বর আচরণের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার সকালে দিল্লি রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছে। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে।”
তাঁর মতে, নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির শান্তিপূর্ণ প্রতিবাদে দিল্লি পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। এরপরই হুঁশিয়ারির সুরে অভিষেক বলেন, এভাবে তাঁদের দমিয়ে রাখা যাবে না। প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি।
তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশনের কাছে SIR-র নিয়ে কোনও সদুত্তর নেই। তাই বিরোধীদের মুখোমুখি হচ্ছেন না কমিশনের কর্তারা। তাঁর মতে, যদি মেনে নেওয়া হয় যে ভোটার তালিকায় কারচুপি হয়েছে, তাহলে প্রথম পদক্ষেপ হিসাবে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, তাঁর নেতৃত্বেই ২০২৪ সালে লোকসভা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তৈরি হয়েছে, যা অবৈধ বলে গণ্য হওয়া উচিত।
অভিষেকের আরও সংযোজন, “ভোটার লিস্টে যদি গড়বড় থাকে তাহলে আগে লোকসভা ডিসলভ করুন, তারপর সারা দেশে SIR করবেন।”