সুন্দরবনে উত্তাল সাগর, সোম-মঙ্গল-বুধ সমুদ্রে যেতে নিষেধ মৎসজীবীদের

উপকূল অঞ্চলের বাসিন্দাদের ও মৎস্যজীবীদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক করছে প্রশাসন। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

May 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
সুন্দরবনে উত্তাল সাগর, সোম-মঙ্গল-বুধ সমুদ্রে যেতে নিষেধ মৎসজীবীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তাল সমুদ্র, সোমবার সকাল থেকেই বকখালি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর-সহ সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। পাশাপাশি রয়েছে দমকা হাওয়ার ঝাপটা। নামখানা, ফ্রেজারগঞ্জ, হারউড পয়েন্ট ও গঙ্গাসাগর-সহ উপকূলীয় এলাকাগুলিতে চলছে মাইকিং। উপকূল অঞ্চলের বাসিন্দাদের ও মৎস্যজীবীদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্ক করছে প্রশাসন। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মাছ ধরার ট্রলার নিরাপদে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

মৎস্যজীবীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়ার পর সব ট্রলার নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ট্রলারগুলিকে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখার কাজ চলছে। সুন্দরবন (Sundarbans) সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, প্রাকৃতিক দুর্যোগের নিয়ে সতর্ক করেছে প্রশাসন। বলা হয়েছে, সোম ও মঙ্গল উপকূলীয় অঞ্চলে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার হাওয়ার দাপট চলবে। আগামী তিন দিন থাকবে সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ছোট ডিঙি নৌকা নিয়ে যে মৎস্যজীবীরা নদী ও খাঁড়িতে মাছ ধরতে যান, তাঁদেরও যেতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি থাকায়, ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে না। গঙ্গাসাগর ও বকখালিতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতে চলছে নজরদারি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen