বঙ্গ রাজনীতিতে ফিটনেস ট্রেন্ডস! ভাইরাল অভিষেকের পুশআপ ভিডিও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুশআপ ভিডিও এখন ভাইরাল (Viral)। মঙ্গলবার দুপুরে ৪ কিমি হাঁটার পর, বক্তৃতা শেষে শহরের তরুণ ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনায় অংশ নেন তিনি। আর সেখানেই সকলকে চমকে দিয়ে একটানা ৩০টিরও বেশি পুশআপ (Push-up) করে ফেলেন অভিষেক।
ঘটনাস্থলে উপস্থিত সকলে তখন হাততালিতে ফেটে পড়েন। কেউ কেউ মোবাইলে ভিডিও করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, অভিষেকের (Abhishek Banerjee) এই ফিটনেস প্রদর্শন বঙ্গ রাজনীতিতে এক নতুন ট্রেন্ডের সূচনা করল।
এ দিনেই তৃণমূলের SIR বিরোধী মিছিল ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত ৪ কিমি হাঁটেন অভিষেক। মিছিল শেষে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন এবং দিল্লি যাওয়ার বার্তা দেন। এরপরই তরুণ ব্যবসায়ীদের সঙ্গে এক সভায় যোগ দেন, যেখানে পুশআপ চ্যালেঞ্জে অংশ নিয়ে সকলকে চমকে দেন।
বিশেষজ্ঞদের মতে, অভিষেকের এই শরীরচর্চা (Exercise) রাজনীতির এক নতুন দিক তুলে ধরছে। যেখানে নেতৃত্ব শুধু বক্তৃতা বা কৌশলে নয়, শরীরের যত্নেও প্রকাশ পায়। তাঁর এই উদাহরণ দেখে যদি অন্য নেতারাও ফিটনেসে মন দেন, তাহলে তা সমাজের পক্ষেও ইতিবাচক।
১০ বছর আগের অভিষেকের সঙ্গে আজকের অভিষেকের তুলনা করলে পার্থক্য চোখে পড়ার মতো। অতীতে তাঁর শরীরে মেদ ছিল, ওজনও বেশি ছিল। কিন্তু কয়েক বছর ধরে নিয়মিত জিমে যান, ওজন কমিয়েছেন, ফিটনেসকে জীবনের অংশ করে তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় জিমের ছবি পোস্ট করেও সেই বার্তা দেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও নিয়মিত হাঁটেন। তাঁর ফিটনেস আজও প্রশংসনীয়। সেই ধারা যেন আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিষেক, নিজের মতো করে।