ভোটার তালিকা সংশোধন ইস্যু নিয়ে আগামীকাল ECI-এর দপ্তরে পাঁচ সদস্যের তৃণমূল প্রতিনিধিদল
তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। জানা যাচ্ছে, প্রতিনিধিদলটিতে রাজ্যের তিনজন মন্ত্রী এবং দুইজন সাংসদ থাকবেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০৫: ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। জানা যাচ্ছে, প্রতিনিধিদলটিতে রাজ্যের তিনজন মন্ত্রী এবং দুইজন সাংসদ থাকবেন।
ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশন গৃহীত নেওয়া Special Intensive Revision-এর সিদ্ধান্ত রুখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই রিভিশনের মাধ্যমে ঘুরপথে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগকে সামনে রেখে এবার দিল্লিতে আক্রমণের ঝাঁজ বাড়াতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, এই বিষয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ করে এ নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করতে পারে তৃণমূল কংগ্রেস।
জানা যাচ্ছে, সংসদের বাদল অধিবেশন, যা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ২১ তারিখ থেকে শুরু হতে চলেছে, তাতে ভোটার তালিকা সংশোধন ইস্যু নিয়ে সরব হবে বিরোধী শিবির। এখানেই শেষ নয়, তার আগেই জুলাই মাসের মাঝামাঝি ঐক্যবদ্ধ বিরোধী শিবির INDIA জোট এই ইস্যুতে জাতীয় স্তরে বড়সড় কর্মসূচি গ্রহণ করতে পারে।