মর্মান্তিক! খাট থেকে ঘরে জমা জলে পড়ে মৃত্যু পাঁচ মাসের শিশুর
শিশুটি ঘুমন্ত অবস্থায় কোনও ভাবে খাট থেকে নীচে জলে পড়ে যায়। জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে উত্তর দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.২৩: শনিবার সকালে দেবীনগরের একটি বাড়িতে খাট থেকে পড়ে জলে ডুবে মৃত্যু হল ছয় মাসের শিশুকন্যার। আবহাওয়া ও প্রশাসনিক অব্যবস্থার বলি ঋষিকা ঘোড়ই নামের ওই শিশুটি। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
বৃষ্টি সামান্য ধরলেও এখনও জমা জল নামেনি এলাকা থেকে। ঘরেও জল ঢুকে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে বেরিয়েছিলেন মা। কাজ করছিলেন তিনি। সেই সময়েই ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা জানান, শিশুটি ঘুমন্ত অবস্থায় কোনও ভাবে খাট থেকে নীচে জলে পড়ে যায়। জল থেকে শিশুকন্যাকে উদ্ধার করে প্রথমে উত্তর দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে ফুলবাগানের শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার পরে পুর এলাকার নিকাশি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় পুর প্রতিনিধি প্রশান্ত দাস জানান, পাম্প বসিয়ে জল বার করার চেষ্টা চলছে। নিকাশি নালা প্রকল্পের কাজ চলছে। বৃষ্টি শেষ হলে কাজ শেষ করা হবে। প্রসঙ্গত, উত্তর দমদম নিচু এলাকা হওয়ার কারণে প্রতি বছরই জমা জলের সমস্যায় ভুগতে হয় স্থানীয় বাসিন্দাদের। গত কয়েক বছরে সেই সমস্যার সমাধানে একাধিক পরিকল্পনা করেছিল উত্তর দমদম পুরসভা। সেই পরিকল্পনার অংশ হিসাবে ছ’টি প্রকল্পের কাজ শুরুও হয়েছে। সেই কাজ শেষ হলে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে শুরু করে উত্তর দমদমের একাধিক ওয়ার্ডের নিচু জায়গায় জল জমার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন পুর কর্তৃপক্ষ।