জঙ্গলমহলে ‘মাওবাদী’ পোস্টার! ধৃত ৫, পুলিশের দাবি নেই মাওবাদী যোগ

মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে গ্রেপ্তার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিস। ধৃতদের কাছে ৩১ টি মাওবাদী পোস্টার পাওয়া যায় বলে পুলিস সূত্রে খবর।

April 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জঙ্গলমহলে ফের ‘মাওবাদী’ পোস্টার। নেপথ্যে কারা? ৫ জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতেরা মাওবাদীদের নাম করে পোস্টার লাগানোর কথা স্বীকার করেছেন বলে খবর।

পুলিস সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় মাওবাদীদের নাম করে পোস্টার লাগানো হচ্ছিল। গোয়ালতোড়ের জোগারডাঙা এলাকায় আবার গাছে বাঁধা লাল শালুতে লেখা ‘মাওবাদী’! পরে যখন তল্লাশি চালানো হয়, তখন ওই শালুর মধ্যে একাধিক পোস্টার পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

মাওবাদীরা নয়, বরং স্থানীয় দুষ্কৃতীদের উপরই এই ঘটনায় দায় চাপায় পুলিস। তদন্তে নেমে এবার ৫ জনকে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার পুলিস। তদন্তকারীরা জানিয়েছেন, পোস্টার লাগানোর কথা স্বীকার করলেও, ধৃতদের সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই। এর আগে, মাওবাদী সন্দেহে বীরভূমের বোলপুর থেকে দুই যুবককে গ্রেপ্তার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিস। ধৃতদের কাছে ৩১ টি মাওবাদী পোস্টার পাওয়া যায় বলে পুলিস সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen