ISL-র আগেই Super Cup, ঘোষিত হল দিনক্ষণ

ভারতীয় ফুটবলের অচলাবস্থার মধ্যেই রবিবার ঘোষিত হল সুপার কাপের দিনক্ষণ।

September 7, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: ভারতীয় ফুটবলের অচলাবস্থার মধ্যেই রবিবার ঘোষিত হল সুপার কাপের দিনক্ষণ। AIFF-র বিবৃতিতে জানা গিয়েছে, চলতি বছর ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup)। যা চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

সুপার কাপ কোথায় আয়োজিত হবে, তা জানা যায়নি। মোট ১৬টা দলকে নিয়ে চারটে জোনে ভাগ করে হবে। চারটে জোনের শীর্ষ দলগুলি নিয়ে সেমিফাইনাল হবে। সোমবার থেকে ক্লাবগুলিকে চিঠি পাঠানো শুরু করবে ফেডারেশন। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএলের (ISL) আগেই সুপার কাপ হবে। সেই মতোই ঘোষণা হয়ে গেল আজ।

রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া দেখরেখ করার জন্য নির্বাহী কমিটি তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। যার সভাপতিত্ব করবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় বিচারপতি এল নাগেশ্বর রাও, এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য কেশবরন মুরুগাসু এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। উল্লেখ্য, ২ সেপ্টেম্বর ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানায়, আগামী মরশুমে আইএসএল-সহ অন্যান্য পেশাদার টুর্নামেন্টগুলির আয়োজনের জন্য টেন্ডার ডাকতে পারবে AIFF। টেন্ডার প্রক্রিয়া চলবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের নজরদারিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen