দেশ জুড়ে ইন্ডিগোর বিমান বাতিল, নিজের রিসেপশনেই অনুপস্থিত বর-কনে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.১০: কর্ণাটকের হুব্বাল্লীতে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। নিজেরই রিসেপশনে উপস্থিত থাকতে পারেননি নবদম্পতি— বরং ভিডিও কলেই অতিথিদের সামনে হাজির হলেন তাঁরা। কারণ? ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলে আটকে পড়েছিলেন নববিবাহিত যুগল।
বেঙ্গালুরুতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেধা ক্ষীরসাগর (হুব্বাল্লী) এবং সঙ্গম দাস (ওডিশা) — ২৩ নভেম্বর ভুবনেশ্বরে বিয়ে করেন। এরপর ৩ ডিসেম্বর, বুধবার হুব্বাল্লীর গুজরাট ভবনে ছিল তাঁদের রিসেপশন। সব প্রস্তুতি, খাবার, অতিথি— সবই ঠিক ছিল, শুধু অনুপস্থিত ছিল মূল অতিথি— দম্পতি নিজেই!
ভুবনেশ্বর–বেঙ্গালুরু–হুব্বাল্লী রুটে তাঁদের ফ্লাইট বারবার দেরি হওয়ার পর শেষমেশ ৩ ডিসেম্বর সকালে বাতিল হয়ে যায়। শুধু তাঁদের নয়— একই রুটে ভ্রমণরত একাধিক আত্মীয়ের ফ্লাইটও বাতিল হয়েছে। অসহায় নবদম্পতি শেষ পর্যন্ত ভিডিও কলে অনুষ্ঠানে যোগ দেন। সন্ধেবেলা সাজ-পোশাকে স্ক্রিনে অতিথিদের সামনে হাজির হওয়া— মুহূর্তেই ভাইরাল হয়েছে।
রীতিনীতির অংশ হিসেবে মেয়ের বাবা-মাই রিসেপশনের আসনে বসেন। কন্যার মা বলেন,
“সকালে হঠাৎ ফ্লাইট বাতিল হয়। অনুষ্ঠান বাতিল করা সম্ভব ছিল না। তাই ভাবলাম— প্রযুক্তিই ভরসা।”
দেশে পাইলট সংকট এবং ফ্লাইট ডিউটি নিয়ম সংশোধনের কারণে এই সপ্তাহে ইন্ডিগো ৫০০-র বেশি ফ্লাইট বাতিল করেছে।
সংস্থা জানিয়েছে, পরিস্থিতি ১০ ফেব্রুয়ারির মধ্যেই স্বাভাবিক হবে, তবে ৮ ডিসেম্বর পর্যন্ত আরও ফ্লাইট বাতিল ও পরিষেবায় কমতি থাকবে।