আবারও বিমান বিভ্রাট, অল্পের জন্য প্রাণরক্ষা অখিলেশ-জায়া সহ বহু যাত্রীর

September 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.২০: আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি আজও তাজা। ফের বিমান বিভ্রাট! ওড়ার মুখে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল ইন্ডিগোর বিমান (IndiGo flight)। শনিবারের ঘটনা প্রকাশ্যে এসেছে আজ, রবিবার। বিমানের ভিতর ছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের পত্নী তথা সাংসদ ডিম্পল যাদব সহ ১৫১ জন যাত্রী।

বিমানটি শনিবার সকাল ১১টা নাগাদ লখনউ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছিল। রানওয়ের একদম শেষ প্রান্তে ওড়ার মুখে হঠাৎই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিমানটি। বিপদ বুঝে বিমানের চালক বিমানটি থামান। প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে বিমানটি থেমে যায়। রক্ষা পায় যাত্রীরা। এই ঘটনা নিয়ে ইন্ডিগো কোনও বিবৃতি দেয়নি। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিগোর পক্ষ থেকে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই কোচিতে ফিরে আসে সেটি। কয়েকদিনের মধ্যেই ফের দুর্ঘটনার কবলে পড়ল একই সংস্থার বিমান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen