বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, DVC জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো

গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে গড়বেতা-১ ও ২ ও আমতা-২ ব্লকের বেশ কিছু এলাকা বন্যাপ্লাবিত

June 21, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গড়বেতা-১ ব্লকের মাইতা গ্রামের বন্যাপ্লাবিত চিত্র (ছবি সৌজন্যে: Facebook/Puja Giri Ray)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: ১৯৭৮ সালে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বন্যা হয়। চলতি বছর ফের সেই পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে গড়বেতা-১ ও ২ ব্লকের যথাক্রমে ১০টি এবং চারটি অঞ্চল প্লাবিত। আগড়া, ধাদিকা, খরকুশমা, বড়মুড়া, সন্ধিপুর, গরঙ্গা, পিয়াশালা, জোগাড়ডাঙা, সারবত, আমলাশুলি এলাকায় শুক্রবার থেকে কিছুটা জল নামতে শুরু করলেও এখনও জলমগ্ন ওই সমস্ত এলাকা।

শুধু গড়বেতা নয় টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে (Flood situation in South Bengal)। অন্যদিকে, হাওড়ার আমতার পরিস্থিতি আরও ভয়াবহ। লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েক দিন ধরে ডিভিসি দফায় দফায় জল ছাড়ার ফলে মুণ্ডেশ্বরী নদীর জলস্তর বেড়েছে। বৃহস্পতিবার রাতে জলের তোড়ে আমতার গায়েনপাড়া এবং কুলিয়ায় দুটি বাঁশের সাঁকো ভেসে যায়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতা-২ ব্লকের ভাটোরা দীপাঞ্চল। এরফলে চরম দুর্ভোগ ভাটোয়া দীপাঞ্চলের। নদী না পেরোতে পেরে সেখানে আটকে কয়েক হাজার বাসিন্দা।

হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাগাতার বৃষ্টির ফলে আরামবাগ-বদনগঞ্জ, গড়বেতা রাস্তার উপর গোঘাটের সাতবেড়িয়া দিয়ে বন্যার জলের স্রোত বইছে। কামারপুকুর ও জয়রামবাটির মধ্যবর্তী হলদি পোলের উপর দিয়ে জল বইছে। বাঁকুড়ার দিক থেকে প্রবাহিত বন্যার জল দু’টি রাস্তার উপর দিয়েই বয়ে চলেছে। টানা বৃষ্টির কারণে জলের তলায় সবজিখেত। যার ফলে মাথায় হাত কৃষকদের।

পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনের তরফে খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। সেখানে রাখা হয়েছে দুর্গতদের। বন্যা পরিস্থিতির মোকাবিলায় শুক্রবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর তরফে সংশ্লিষ্ট জেলার মন্ত্রীদের বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরে মানস ভুঁইয়া, বাকুড়া-পুরুলিয়ায় মন্ত্রী মলয় ঘটক এবং হুগলির আরামবাগ, গোঘাটের জন্য ফিরহাদ হাকিমকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে।

গত সোমবার থেকে বৃহস্পতিবার টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং গড়বেতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভৌগলিক দিক থেকে ঘাটাল এলাকাটি অনেকটা গামলার মতো। ফলে জল বেরোতে সমস্যা হয়। সমস্যার সমাধানে ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরির কাজও শুরু হয়েছে। তারই মধ্যে অতি বৃষ্টিতে প্লাবিত এলাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen