DVC না জানিয়ে জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী
পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রায় ৪৫ হাজার কিউসেক জল ছাড়া শুরুর ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৫: আবার জল ছাড়া শুরু করছে দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। মঙ্গলবার সকাল থেকেই পাঞ্চেত (Panchet) ও মাইথন (Maithon) জলাধার থেকে প্রায় ৪৫ হাজার কিউসেক জল ছাড়া শুরুর ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
বন্যা পরিস্থিতি নিয়ে এদিনই নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister, Mamata Banerjee)। সেখানে ক্ষোভ উগড়ে দিলেন ডিভিসির বিরুদ্ধে। বারবার না জানিয়ে জল ছাড়ায় এই পরিস্থিতি দাবি মমতার। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছে, তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারবার এই বিষয়ে জানিয়েছেন। তারপরও কোনও কাজ হয়নি বলে দাবি করলেন মমতা। পাশাপাশি বাংলাকে আর্থিক দিক থেকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি।
পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ১০ জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ডিএম, এসপি, বিডিও ও আইসিদের নজরদারিতে রাখার পাশাপাশি নিচু এলাকায় দ্রুত ত্রাণ শিবির খোলার নির্দেশও দিয়েছেন।
তিনি বলেন, “আমরা এখন নিয়মিত নজরদারি করছি। ত্রাণ শিবির যেন চালু থাকে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। প্লাবিত এলাকায় ও ত্রাণ শিবিরে যাতে অ্যান্টি ভেনাম ওষুধ মজুত থাকে, সেদিকেও নজর দিতে বলেছি।”
ডিভিসির সূত্র জানাচ্ছে, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে পাঞ্চেত ও মাইথন জলাধারে জলস্তর বিপজ্জনক সীমায় পৌঁছে যাওয়ায় জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে ৩৬ হাজার কিউসেক, মাইথন থেকে আরও ৯ হাজার কিউসেক জল। এই জল প্রবেশ করছে দুর্গাপুর ব্যারাজ হয়ে দামোদর নদের মাধ্যমে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে।