দশমবার! পাটনার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী পদে নীতীশের শপথগ্রহণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: দু’দশক ভোটে লড়েননি তিনি। বার বার বদলেছেন শিবির। জাঁকিয়ে বসে আছেন বিহারের মুখ্যমন্ত্রীর গদিতে। আজ, বৃহস্পতিবার নীতীশ কুমার দশমবারের জন্য মসনদে বসতে চলেছেন। ৭৫ বছরের জেডিইউ সুপ্রিমো পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ নিলেন।
বৃহস্পতিবার, বেলা সাড়ে ১১টায় পটনার গান্ধী ময়দানে নীতীশকে শপথবাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতারা। মঞ্চে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা TDP নেতা চন্দ্রবাবু নায়ডু, LJP (রামবিলাস) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতনরাম মাঝি।
বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা ফের একই পদে শপথ নিয়েছেন আজ। সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপদলনেতা। সব মিলিয়ে মোট ১৯ জন নেতা এদিন মন্ত্রীপদে শপথ নিয়েছেন। মন্ত্রিসভার ১৯ সদস্যের মধ্যে ১০ জনই বিজেপির। ১টি করে মন্ত্রক পেয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপি (আর), জিতন রাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়াহার আরএলএম। নীতীশের দলের মাত্র ৬ জন নেতা শপথ নিয়েছেন।