মোদী আমলে বিদেশি ঋণ এক বছরে ১০ শতাংশ বেড়ে ৬৫ লক্ষ কোটি! প্রশ্নের মুখে আত্মনির্ভর ভারত

September 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪২: ভারতের মাথায় ঋণের বোঝা ক্রমশই বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (RBI) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৬ বিলিয়ন মার্কিন ডলার। টাকায় যা প্রায় ৬৫ লক্ষ কোটি। এক বছরের ব্যবধানে এই অঙ্ক বেড়েছে প্রায় ১০.১ শতাংশ।

এই ঋণের মধ্যে দীর্ঘমেয়াদি (লং টার্ম) দায় রয়েছে ৬০১.৯ বিলিয়ন ডলার, আর স্বল্পমেয়াদি (শর্ট টার্ম) ঋণ ১৩৪.৫ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদদের মতে, চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) বিদেশি ও অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদই দেশের খরচ দাঁড়াতে পারে আনুমানিক ১২ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা।

সরকারি হিসাবে দেখা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থ মন্ত্রকের অনুমান ছিল ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের মোট ঋণ ১৮১ লক্ষ কোটি টাকা। কিন্তু পাঁচ মাসের মধ্যেই নতুন হিসেব বলছে, সেই অঙ্ক পৌঁছেছে ১৮৫ লক্ষ কোটিতে, আর আগামী অর্থবর্ষ শেষে তা ২০০ লক্ষ কোটিতে ঠেকতে পারে।

অর্থনীতিবিদদের মতে, ডলারের তুলনায় টাকার অবমূল্যায়ন এই ঋণ বৃদ্ধির অন্যতম কারণ। নরেন্দ্র মোদী (Narendra Modi) ক্ষমতায় আসার সময় (২০১৪ সালে) সরকারের ঋণ ছিল প্রায় ৭০ লক্ষ কোটি টাকা, যা জিডিপির (GDP) ৫১.৫ শতাংশ। এখন সেই অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ৫৬ শতাংশে।

বিশেষজ্ঞদের মন্তব্য, বিদেশি ঋণের এই চাপ অর্থনীতির স্থিতিশীলতার জন্য চিন্তার কারণ। সরকার যদিও দাবি করছে, ভারত দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে, কিন্তু ঋণের এই গতি বাড়তে থাকলে অর্থনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব পড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। বিরোধীদের প্রশ্ন, এটাই কী মোদীর আত্মনির্ভর ভারতের নমুনা?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen