ছ’বছর পর রেডপান্ডা গণনার উদ্যোগ বন দপ্তরের

মাঝেমধ্যেই সংশ্লিষ্ট দু’টি উদ্যানে সেগুলির গতিবিধি লক্ষ্য করলেও বনদপ্তর সেগুলির নির্দিষ্ট সংখ্যা জানাতে পারছে না

May 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরল প্রজাতির বন্যপ্রাণিগুলির মধ্যে রেডপান্ডা একটি। এদের পূর্ব হিমালয়ের উঁচু উপত্যকায় দেখা যায়। যারমধ্যে দার্জিলিংয়ের সিঙ্গালিলা জাতীয় উদ্যান একটি। সমতল থেকে সংশ্লিষ্ট উদ্যানের উচ্চতা প্রায় ৭৫০০ ফুট। এর বাইরে কালিম্পংয়ের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানেও রয়েছে রেডপান্ডা। মাঝেমধ্যেই সংশ্লিষ্ট দু’টি উদ্যানে সেগুলির গতিবিধি লক্ষ্য করলেও বনদপ্তর সেগুলির নির্দিষ্ট সংখ্যা জানাতে পারছে না। এজন্যই সংশ্লিষ্ট দু’টি উদ্যানে রেডপান্ডা গণনা অভিযানে নামবে বনদপ্তর।

ছ’বছর পর ফের হবে এই রেডপান্ডার গণনা। এবার ডিএনএ টেস্টের মাধ্যমে এই গণনা করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বনদপ্তর। তারা মে মাসে এই গণনার অভিযানে নামবে বলে খবর। মুখ্য বনপাল(উত্তরবঙ্গ বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, মে মাসে রেডপান্ডার গণনা শুরু হবে। এজন্য প্রস্তুতি শুরু হয়েছে।

ডিএনএ টেস্টের উপায়? বনদপ্তরের আধিকারিকরা জানান, সংশ্লিষ্ট দু’টি উদ্যান ঘুরে রেডপান্ডার বিষ্ঠার নমুনা সংগ্রহ করা হবে। সেই নমুনা হায়দরাবাদের একটি ল্যাবটরিতে পাঠানো হবে। সেখানেই ডিএনএ টেস্ট করা হবে। এতে কম সময়ের মধ্যে গণনা অভিযান করা সম্ভব হবে। ডিএনএ থেকে নিখুঁত তথ্যও মিলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen