হাতির গতিবিধির উপর নজরদারি চালাতে সিসি ক্যামেরা বসাতে চলেছে বনদপ্তর

লোকালয়ের কাছাকাছি হাতির পাল ঘোরাঘুরি করছে কি না কিংবা কোনও দলছুট হাতির গতিবিধি কী, তা ধরার চেষ্টা করবে ওই ক্যামেরা

August 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতির গতিবিধির উপর নজরদারি চালাতে করিডরে বনদপ্তরের ফেন্সিং লাগোয়া এলাকায় এবং বনবস্তির আশপাশে সিসি ক্যামেরা বসাতে চলেছে বনদপ্তর। বিট অফিস থেকে দেখভাল করা হবে ওই ক্যামেরা। রাতেও যাতে অন্ধকারে স্পষ্ট ছবি ওঠে, সেজন্য শক্তিশালী ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকালয়ের কাছাকাছি হাতির পাল ঘোরাঘুরি করছে কি না কিংবা কোনও দলছুট হাতির গতিবিধি কী, তা ধরার চেষ্টা করবে ওই ক্যামেরা। ফুটেজ দেখে সেইমতো দ্রুত ব্যবস্থা নিতে পারবেন বনকর্মীরা।

এমনিতে জঙ্গলের কোর এলাকায় বনদপ্তরের তরফে ট্র্যাপ ক্যামেরা বসানো রয়েছে। তাতে বিভিন্ন বন্যপ্রাণীর ছবি ধরা পড়ে। কিন্তু, জঙ্গল থেকে কোনও বন্যপ্রাণী বনবস্তি এলাকায় বা লোকালয়ে ঢুকে পড়লে তা ওই ক্যামেরায় ধরা পড়ে না। সেজন্যই বনবস্তি এলাকায় ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের চিফ কনজারভেটর অব ফরেস্ট (নর্দান সার্কেল) এস কে মোলে বলেন, ‘আমরা জঙ্গলের ফেন্সিংয়ের কাছাকাছি এলাকায় কিছু ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছি। মূলত লোকালয়ে হাতির হানা রুখতে ওই ক্যামেরা বসানো হচ্ছে। বিট অফিস থেকে ওই ক্যামেরার মনিটরে নজর রাখা হবে। এতে কোন এলাকায় হাতির দল রয়েছে, সেই দলের হাতিদের গতিবিধি কী, সবটাই ক্যামেরায় ফুটেজ দেখে বোঝা যাবে। সেই মতো দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’ বনদপ্তর সূত্রে খবর, আপাতত জলপাইগুড়ি, বৈকুণ্ঠপুর ও কোচবিহার ডিভিশনের বনবস্তিতে ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen