রাজনৈতিক বৈরীতা ভুলে খালেদার মৃত্যুতে শোকপ্রকাশ হাসিনার

December 30, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩১: শেষ কয়েক দশকে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে দুই নারীর মধ্যে। খালেদা ও হাসিনার প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে রাজনৈতিক পালাবদল দেখেছে ওপার বাংলা। হাসিনা এখন দেশছাড়া। পৃথিবী ছাড়লেন খালেদা জিয়া (Begum Khaleda Zia)। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করলেন, সে দেশের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।

আওয়ামী লিগ সমাজ মাধ্যমে হাসিনার শোকবার্তা প্রকাশ করেছে। খালেদার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান এবং পরিবারের অন্য সদস্যদের সমবেদনাও জানিয়েছেন হাসিনা। তিনি লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর (খালেদা) অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।”

হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়’ও খালেদার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকবার্তায় জয় লিখেছেন, “দেশের (বাংলাদেশ) সঙ্কটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।”

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন খালেদা। তারপর প্রধানমন্ত্রী হয়েছিলেন হাসিনা। রাজনীতি ছাপিয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েছিল। প্রতিদ্বন্দ্বিতার চিরঅবসান হয়ে গেল আজ, মঙ্গলবার সকালে। বাংলাদেশের স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার সকাল ৬টা নাগাদ ঢাকার হাসপাতালে মৃত্যু হয় খালেদার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen