ক্ষমাই পরম ধর্ম, দলবদলুদের ফেরা নিয়ে বার্তা দিলেন মদন

দিদি তথা দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে চলব। শনিবার বালিতে বস্তিবাসী শিশুদের নিয়ে একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

June 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘আমাদের বেসিক কালচারটাই হল ক্ষমা। ভগবান কৃষ্ণ, যিশু থেকে বুদ্ধদেব— সবাই এই ক্ষমার কথাই বলে গিয়েছেন। তাই ক্ষমাই পরম ধর্ম।’ সদ্য বিজেপি ছেড়ে ‘ঘরের ছেলে’ মুকুল রায়ের তৃণমূলে ফেরা এবং দলবদলুদের এই তৃণমূল-ঝোঁক প্রসঙ্গে এমনই কৌশলী মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পাশাপাশি তাঁর বক্তব্য, আমরা দিদির পাশে আছি। দিদি তথা দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে চলব। শনিবার বালিতে বস্তিবাসী শিশুদের নিয়ে একটি সমাজসেবামূলক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

মুকুল রায় তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যাওয়ার পর কখনও নিজের ফেসবুক লাইভে, কখনও কোনও সভায় চাঁছাছোলা ভাষায় তাঁকে সমালোচনায় বিঁধতেন কামারহাটির বর্তমান বিধায়ক। এখন সেই মুকুল রায়ের নেতৃত্বে কাজ করতে কেমন লাগবে? এই প্রশ্নের জবানে মদনবাবু সরাসরি কোনও মন্তব্য এড়িয়ে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, এটা স্থানীয় লিগের খেলোয়াড়কে মারাদোনা বা রিয়েল মাদ্রিদ নিয়ে প্রশ্ন করার মতো হয়ে গেল। ‘গদ্দার’ প্রসঙ্গে বলেন, দিদি নিশ্চয়ই তাঁর মতো বুঝেছেন যে মুকুল রায় গদ্দার নন। আর আমাদের কাছে দিদির সিদ্ধান্তই শিরোধার্য। মুকুল বা তাঁর ছেলে শুভ্রাংশু সম্পর্কে সমালোচনা-প্রতি সমালোচনা যে আপাতত ‘ক্লোজড চ্যাপ্টার’, তা এদিন ঠারেঠোরে বোঝাতে চেয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ। পাশাপাশি, ২০২৪-এ মমতা ছাড়া মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী হিসেবে আর কোনও মুখ দেশে নেই বলে দাবি করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen