দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে

প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পর থেকেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলুগু দেশম পার্টির সমর্থকরা।

September 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। ফাইল ছবি। সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ভোররাতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে। পুলিশ আটক করেছে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও।

২০২১ সালে এই দুর্নীতির মামলায় চন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। তার পরিপ্রেক্ষিতে এদিন পুলিশ চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির পর থেকেই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তেলুগু দেশম পার্টির সমর্থকরা। সেই বিক্ষোভের কারণেই চন্দ্রবাবুকে গ্রেপ্তার করা হলেও পুলিশ তাঁকে হেফাজতে নিতে পারেনি বলে জানা গেছে। নান্দিয়াল থেকে শ্রী নাইডুকে বিজয়ওয়াড়ায় স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। আজ শনিবারই শারীরিক পরীক্ষার পর তাঁকে আদালতে পেশ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen