করোনা আক্রান্ত খালেদা জিয়া

সূত্রের খবর, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন খালেদা। তিনি করোনা আক্রান্ত কি না, তার জন্য নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসায় চিন্তিত চিকিৎসকরা।

April 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। রবিবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের মুখপাত্র মইদুল ইসলাম এখবর জানিয়েছেন। শনিবার করোনা (COVID19) পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। এদিন তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়। খালেদার এক আত্মীয়ও সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বলে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম জানিয়েছে। গত সপ্তাহে তাঁর সঙ্গে দেখা করেছিলেন বিএনপি (BNP) নেত্রী। সূত্রের খবর, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন খালেদা। তিনি করোনা আক্রান্ত কি না, তার জন্য নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসায় চিন্তিত চিকিৎসকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen