নেটফ্লিক্সের প্রোমোয় রোহিত শর্মা, ক্রিকেটের পর কি পর্দায় নতুন ইনিংস?

December 24, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: নেটফ্লিক্সের নতুন প্রোমোকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে নয়, এ বার তাঁকে দেখা গেল এক ওয়েব সিরিজ়ের প্রচারভিডিয়োতে—আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি ক্রিকেটের পর রোহিত পা রাখছেন বিনোদন জগতে?

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ় ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর ভলিউম ২ মুক্তির আগে প্রচারের জন্য একটি মজার প্রোমো বানানো হয়েছে। সেই ভিডিওতেই হাজির হয়েছেন রোহিত। তাঁকে দেখা যায় নিজের পরিচিত ভঙ্গিতে, ক্রিকেটীয় উদাহরণ টেনে সিরিজ়ের চরিত্রদের ‘ফাইনাল ম্যাচের’ মতো প্রস্তুত হতে বলছেন। পুরো ভিডিওটিতে রোহিতের স্বাভাবিক হাস্যরস আর ক্যামেরার সামনে স্বচ্ছন্দ উপস্থিতি বিশেষ নজর কেড়েছে দর্শকের।

ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে আলোচনা—রোহিত কি তবে ওটিটি বা বলিউডে আসার ইঙ্গিত দিলেন? যদিও তিনি বা নেটফ্লিক্স কেউই এ বিষয়ে কিছু বলেননি, কিন্তু প্রোমো দেখে অনেকেই মনে করছেন, রোহিতের অভিনয় দক্ষতাও বেশ চমকপ্রদ।

বড়দিনে মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস ৫: ভলিউম ২’, আর তার আগেই এই বিশেষ প্রোমো রোহিতকে যেন আরও একবার নতুন আলোয় তুলে ধরল। ভক্তদের কাছে এটা নিঃসন্দেহে বড় সারপ্রাইজ—ক্রিকেট মাঠের বাইরে রোহিতের এমন অনায়াস উপস্থিতি দেখেই এখন প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি তাঁকে আরও বেশি পর্দায় দেখা যাবে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen