La Ganeshan: প্রয়াত বাংলার প্রাক্তন অন্তর্বর্তীকালীন রাজ্যপাল লা গণেশন

কম বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন গণেশন। তিনি আরএসএসের (RSS) সঙ্গে যুক্ত হন এবং ১৯৭৫ সালের জরুরি অবস্থার (Emergency) বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

August 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫৩: নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন (La Ganesan) শুক্রবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

গণেশন ২০২৩ সালের ১২ই ফেব্রুয়ারি নাগাল্যান্ডের ২১তম রাজ্যপাল (Governor) হিসেবে নিযুক্ত হন এবং ২০শে ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০২১ সালের অগাষ্ট থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি মণিপুরের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও, ২০২২ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বাংলার অতিরিক্ত রাজ্যপাল (Additional Charge) হিসেবেও কাজ করেন।

১৯৪৫ সালে তাঞ্জোরে (Tanjore) জন্মগ্রহণ করেন গণেশন। পিতার মৃত্যুর পর তিনি রেভিনিউ ডিপার্টমেন্টে (Revenue Department) রেভিনিউ সেটেলমেন্ট ইন্সপেক্টর (Revenue Settlement Inspector) হিসেবে চাকরি শুরু করেন, এসএসএলসি (SSLC) পাশ করার পরেই।

কম বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন গণেশন। তিনি আরএসএসের (RSS) সঙ্গে যুক্ত হন এবং ১৯৭৫ সালের জরুরি অবস্থার (Emergency) বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), এবং চেন্নাইয়ে তাঁর বাড়িতে পৌঁছন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen