গুরুতর অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভর্তি হাসপাতালে

শনিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রবিবার বিকেল ৫টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: গুরুতর অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। রবিবার তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিজু জনতা দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে। ৭৮ বছর বয়সি নবীন দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

শনিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রবিবার বিকেল ৫টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কী কারণে ভর্তি করা হয়েছে তা স্পষ্ট করেনি দল। শীঘ্রই হাসপাতালের পক্ষ থেকে বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিজেডি।

উল্লেখ্য, এর আগে জুনে মুম্বইয়ে সার্ভিকাল আর্থ্রাইটিসের জন্য মেরুদণ্ডের অস্ত্রোপচার করেছিলেন নবীন পট্টনায়েক। ২১ দিন চিকিৎসার পর জুলাইয়ে ভুবনেশ্বরে ফেরেন তিনি। ফের তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন বিজেডি কর্মী-সমর্থকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen