প্রয়াত বালির প্রাক্তন বিধায়ক সুলতান সিং, শোকপ্রকাশ মমতার
রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি
July 4, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

প্রয়াত বালির প্রাক্তন বিধায়ক সুলতান সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। এইচআইটি চেয়ারম্যানও ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন সুলতান। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।
দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন দুঁদে পুলিশকর্তা। রবিবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বালি থেকে জিতেছিলেন প্রাক্তন আইপিএস সুলতান সিং।
সুলতান সিংহের প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।