Jagdeep Dhankhar: শেষপর্যন্ত ভাড়াবাড়িতেই ঠাঁই হল প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনখড়ের, কারণ কী?

প্রাক্তন উপররাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শেষ পর্যন্ত বেসরকারি ভাড়াবাড়িতে উঠতে হচ্ছে। দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন

September 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:১৬: প্রাক্তন উপররাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শেষ পর্যন্ত বেসরকারি ভাড়াবাড়িতে উঠতে হচ্ছে। দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা কার্যত নজিরবিহীন। নিয়ম অনুযায়ী, অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতির টাইপ এইট বাংলো পাওয়ার কথা থাকলেও এখনও তাঁর জন্য বরাদ্দ সরকারি আবাসন খালি হয়নি।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সূত্রে জানা গেছে, লুটিয়েন্স দিল্লির ৩৪ নম্বর এপিজে আবদুল কালাম মার্গের একটি টাইপ এইট বাংলো ধনখড়ের জন্য বরাদ্দ হয়েছে। তবে সেই বাড়িতে এখনও এক কেন্দ্রীয় মন্ত্রী বাস করছেন। মন্ত্রী সরে গেলেও সংস্কার ও নিরাপত্তার জন্য অন্তত ২-৪ মাস সময় লাগবে। অথচ ৯ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে উপরাষ্ট্রপতির সরকারি বাসভবন ছাড়তেই হবে।

ফলে আপাতত অন্য কোনও বিকল্প না থাকায় ধনখড় দক্ষিণ দিল্লির ছত্তরপুর এনক্লেভে একটি ভাড়াবাড়িতে থাকবেন। জানা গেছে, ওই বাড়িটি ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) প্রধান অভয় সিং চৌতালার খামারবাড়ি।

৭৪ বছর বয়সি ধনখড় সম্প্রতি প্রাক্তন বিধায়ক হিসেবে তাঁর পেনশনের আবেদনও করেছেন। সেই হিসাবে তিনি মাসিক ৪২ হাজার টাকা পেনশনের পাশাপাশি চিকিৎসা ও ভ্রমণ ভাতা পাবেন। এর বাইরে প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন উপররাষ্ট্রপতি হিসেবেও আলাদা সুযোগসুবিধার যোগ্য তিনি।

ধনখড়ের বাসস্থান বিতর্কের মধ্যেই আগামী ৯ সেপ্টেম্বর হবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ প্রার্থী করেছে প্রাক্তন তামিলনাড়ু রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণকে। অন্যদিকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ মনোনীত করেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। সংখ্যার হিসেবে এনডিএ স্পষ্ট সুবিধাজনক অবস্থানে থাকলেও ভোটের দিন পর্যন্ত অঙ্ক বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen