কস্টিউম ডিজাইনার, স্টাইলিস্টদের নতুন ফোরাম টলিপাড়ায়

এই ফোরামের প্রতিনিধিদের না নিলে যে শুটিং নিয়ে জট তৈরি হবে, তা স্পষ্ট। তবে প্রস্তাবিত ফোরামের কে কোন পদে থাকবেন, তা এখনও ঠিক হয়নি।

June 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

টলিউডে কস্টিউম ডিজাইনার আর স্টাইলিস্টদের নতুন ফোরাম তৈরি হতে চলেছে। এতদিন পর্যন্ত সিরিয়াল, সিনেমায় তাঁদের নেওয়া বাধ্যতামূলক ছিল না। অনেকেই সরাসরি পোশাক ভাড়া নিতেন। পরিচিত কাউকে দিয়ে ডিজাইনের কাজ করাতেন। কিন্তু ফোরামের দাবি, সে সব চলবে না। ছবিতে তাঁদের বাধ্যতামূলক নিতে হবে। প্রাপ্য টাকাও নির্ধারিত করতে হবে।

কস্টিউম ডিজাইনার অভিষেক রায় বললেন, ‘আমরা অনেকেই কাজ করার পর টাকা পাই না। কিন্তু অভিযোগ জানানোর জায়গা ছিল না এতদিন। আমাদের নানা জায়গায় ঘুরে পোশাক সোর্সিং করতে হয়। তাঁদের নিরাপত্তার কথাও ভাবতে হবে পরিচালক-প্রযোজকদের।’

ভবিষ্যতে এই ফোরামের প্রতিনিধিদের না নিলে যে শুটিং নিয়ে জট তৈরি হবে, তা স্পষ্ট। তবে প্রস্তাবিত ফোরামের কে কোন পদে থাকবেন, তা এখনও ঠিক হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen