নেতাজীর আদর্শে রাজ্যে হোক পরিকল্পনা কমিশন, মমতাকে চিঠি ফরোয়ার্ড ব্লকের

নেতাজী সুভাষচন্দ্রের ‘জাতীয় পরিকল্পনা’র সূত্র মেনে রাজ্য স্তরে গঠন হোক পরিকল্পনা কমিশন বা ওই ধরনের কোনও সংস্থা , এই অর্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়

August 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নেতাজী সুভাষচন্দ্রের ‘জাতীয় পরিকল্পনা’র সূত্র মেনে রাজ্য স্তরে গঠন হোক পরিকল্পনা কমিশন বা ওই ধরনের কোনও সংস্থা , এই অর্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সর্বভারতীয় ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি মনে করেন এরকম সংস্থা গঠন করলে রাজ্যের সার্বিক উন্নয়ন হবে।

প্রসঙ্গত, আগামী শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পাঠক্রমে সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানান ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের অনুরোধ, রাজ্য স্তরে গঠন হোক পরিকল্পনা কমিশন বা ওই ধরনের কোনও সংস্থা।

ফরওয়ার্ড ব্লক দলটি গঠন হয় ৩ মে, ১৯৩৯ সালে। নেতাজি সুভাষ চন্দ্র বসু সে বছর ২৯ এপ্রিল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব থেকে পদত্যাগ করার পর উত্তর প্রদেশের মাকুর উন্নাওতে এই দলটি গঠন করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen