কালীগঞ্জে বোমার আঘাতে ছাত্রীর মৃত্যুর ঘটনায় চার অভিযুক্ত গ্রেপ্তার

June 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

ছবি: AI illustration

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:১১: সোমবার বিধানসভার উপনির্বাচনের ফলপ্রকাশের দিনই রক্তাক্ত হয়ে ওঠে কালীগঞ্জ। ভোটগণনার মধ্যেই এলাকায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। বোমা বিস্ফোরণে প্রাণ হারায় তামান্না খাতুন নামের মাত্র ১৩ বছরের এক স্কুলছাত্রী। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানানো হয়েছে, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার চার জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মঙ্গলবার আদালতে হাজির করানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen