কোচবিহারে ভাঙন বিজেপির, চার সদস্য যোগ দিলেন তৃণমূলে

এবার খোদ বিজেপি সাংসদের বাড়ির এলাকার গ্রাম পঞ্চায়েতে ভাঙন শুরু হল। যা নিয়ে এইমুহূর্তে জেলার রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

June 6, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা ভোট পেরোতেই এবার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের গড়ে ভাঙন। কোচবিহারের (Cooch Behar) সাংসদের নিজের এলাকা ভেটাগুড়িতে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের চার সদস্য শনিবার তৃণমূলে (Trinamool) যোগ দিলেন। এতে বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত কার্যত হাতছাড়া হতে চলেছে। আর এঘটনা ঘটল দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ’র হাত ধরেই। ভোটের ফল প্রকাশের পর থেকেই দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকায় দলের একাধিক পদাধিকারী সহ অনেক কর্মী-সমর্থক গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। এবার খোদ বিজেপি সাংসদের বাড়ির এলাকার গ্রাম পঞ্চায়েতে ভাঙন শুরু হল। যা নিয়ে এইমুহূর্তে জেলার রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

ভাঙা হাতের চিকিৎসা করিয়ে গত শুক্রবার দিনহাটায় ফেরেন উদয়ন গুহ। শনিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে দিনহাটা-১ ব্লকের ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের চার জন পঞ্চায়েত সদস্য বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন। ১০ সদস্যের ওই গ্রাম পঞ্চায়েতের চার বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য বেড়ে হল পাঁচ জন। কয়েক দিনের মধ্যেই আরও দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেবেন বলে দাবি ঘাসফুল শিবিরের। কাজেই ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলে মত রাজনৈতিক মহলের। এদিন ওই পঞ্চায়েত সদস্যরা ছাড়াও উদয়নবাবুর ভাইপো জয় গুহ ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন।

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েতের চার সদস্যের মধ্যে রয়েছেন জ্যোতিন্দ্রনাথ বর্মন, ববিতা মণ্ডল, পর্না ঘোষ ও সুষমা বর্মন। এছাড়াও ওই গ্রাম পঞ্চায়াতের উপপ্রধান সোরাব আলি মিঁয়া প্রথম থেকেই তৃণমূলেই রয়েছেন। তৃণমূলে যোগ দিয়ে জ্যোতিন্দ্রনাথ বর্মন বলেন, আমরা তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলাম। পরবর্তীতে নানা কারণে বিজেপিতে যোগ দিই। কিন্তু মানুষ এবারও উন্নয়নের পক্ষে রায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের ক্ষমতায় নিয়ে এসেছে। তাই আমরাও সেই উন্নয়নে সামিল হতে তৃণমূলে ফিরে এলাম।

ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপির রতন বর্মন বলেন, ওই চার জনকে তূণমূল ভুল বুঝিয়ে দলে নিয়েছে। এতে ওদের কোনও লাভ হবে না। প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ বলেন, এদিন চার পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী দু’দিনের মধ্যে ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত পুরোটাই তৃণমূলে চলে আসবে। দিনহাটায় সাম্প্রদায়িক বিজেপিকে নিশ্চিহ্ন করা আমাদের লক্ষ্য। শীঘ্রই আরও অনেকে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেবেন। সাংসদ নিশীথ প্রামাণিক অবশ্য বলেন, জোর করে নিয়ে গিয়ে পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছে। উদয়নবাবু বিধানসভা ভোটে নিজেই হেরে গিয়েছেন। জেলার মানুষ সাতটি আসনে আমাদের জিতিয়েছে। সময়ে মানুষ যোগ্য জবাব দেবে।

প্রসঙ্গত, তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির হয়ে ভোটে লড়ে কোচবিহারের সাংসদ হন ভেটাগুড়ির বাসিন্দা নিশীথ প্রামাণিক। এবার বিধানসভা ভোটে ফের দিনহাটায় তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। ৫৭ ভোটে তৃণমূলের প্রার্থী উদয়নবাবুকে হারিয়ে তিনি বিধায়ক নির্বাচিত হন। কয়েক দিনের মাথায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ হিসেবেই থেকে যান। নির্বাচনের আগেও ভেটাগুড়িতে নিশীথের আধিপত্য ছিল। কিন্তু এদিন বিজেপির চার পঞ্চায়েত সদস্যের দলবদলে সাংসদ নিজের এলাকাতেই যে জমি হারাচ্ছে তা পরিষ্কার বলে মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen