বাংলায় কথা বলায় ফের ওড়িশায় আক্রান্ত মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক!

November 28, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৮: গত কয়েক মাসে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা বেড়েছে। ফের বাংলায় কথা বলার অপরাধে ওড়িশায় আক্রান্ত হলেন মুর্শিদাবাদের (Murshidabad) চার পরিযায়ী শ্রমিক (migrant workers)। অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যের গঞ্জাম জেলার কুদুরা থানার রানিপাড়া এলাকায় ফেরিওয়ালার কাজে গিয়ে তাঁদের উপর চড়াও হয় বজরং দলের (Bajrang Dal) সদস্যরা। শুধু বেধড়ক মারধরই নয়, তাঁদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করা হয়।

আক্রান্তদের মধ্যে রয়েছেন রুহুল শেখ (২২), নাহিদ সরকার, সামীম শেখ-সহ আরও কয়েকজন। রুহুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নাহিদ অভিযোগ করেছেন, “শুধু বাংলায় কথা বলার জন্যই নয়, মুসলিম পরিচয়ের কারণে আমাদের মারধর করা হয়েছে। জয় শ্রীরাম বলার পরেও ছাড় দেওয়া হয়নি।”

রুহুলের কাকা সুখচাঁদ শেখ জানিয়েছেন, সোমবার ফেরি করতে বেরোনোর সময় তাঁদের উপর হামলা হয়। মসারি, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট বিক্রি করতে গিয়ে বজরং দলের সদস্যরা রুহুলকে বেধড়ক মারধর করে। শুধু তাই নয়, সেই ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

আক্রান্তরা অভিযোগ করেছেন, স্থানীয় থানায় সাহায্য চাইতে গেলে কোনও সহযোগিতা পাননি। এমনকি স্থানীয় জন প্রতিনিধিরাও তাঁদের পাশে দাঁড়াননি। আতঙ্কে তাঁরা দ্রুত মুর্শিদাবাদে ফিরে আসেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পরিযায়ী ঐক্য পরিষদের সম্পাদক অসিফ ফারুক বলেন, “ভিন রাজ্যে বাঙালি শ্রমিক ও ছোট ব্যবসায়ীরা বারবার আক্রান্ত হচ্ছেন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আবারও চিঠি দেওয়া হবে, প্রয়োজনে আন্দোলনে নামা হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen