বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় স্তরের চার সাঁতারু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণধর্ষণে অন্যতম অভিযুক্ত রজথের সঙ্গে একটি ডেটিং অ্যাপে নির্যাতিতার বন্ধুত্ব হয়েছিল।

March 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এক বাঙালি নার্সকে গণধর্ষণের অভিযোগে মঙ্গলবার জাতীয়স্তরের ৪ সাঁতারুকে গ্রেপ্তার করল বেঙ্গালুরুর সঞ্জয়নগর থানার পুলিশ। অভিযুক্তদের নাম রজথ, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার। তাদের চারজনেরই বয়স ২০-র কোঠায়। তারা দিল্লির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ বছরের ওই নার্স পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। ২৪ মার্চ তাঁকে গণধর্ষণ করে অভিযুক্তরা। শুক্রবার সঞ্জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিচার বিভাগীয় হেপাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গণধর্ষণে অন্যতম অভিযুক্ত রজথের সঙ্গে একটি ডেটিং অ্যাপে নির্যাতিতার বন্ধুত্ব হয়েছিল। তিনি নিউ বিইএল রোডের একটি হোটেলে রজথের সঙ্গে দেখা করেছিলেন। অভিযোগ, সেখানেই রজত সহ ৪ জন ওই বাঙালি নার্সকে ধর্ষণ করে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen