উপনির্বাচনে বিজেপি’র ছ’জন প্রার্থীর মধ্যে চারজনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে

তৃণমূল কংগ্রেসের দু’জন এবং কংগ্রেসের একজন প্রার্থীর বিরুদ্ধেও মামলা রয়েছে। মোট ৪১ জন প্রার্থীর মধ্যে সাতজনের বিরুদ্ধে বিচারাধীন মামলা আছে আদালতে

November 7, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে বাংলায়। আর এই ৬টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট। দেখা যাচ্ছে বিজেপি’র ছ’জন প্রার্থীর মধ্যে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন। তৃণমূল কংগ্রেসের দু’জন এবং কংগ্রেসের একজন প্রার্থীর বিরুদ্ধেও মামলা রয়েছে। মোট ৪১ জন প্রার্থীর মধ্যে সাতজনের বিরুদ্ধে বিচারাধীন মামলা আছে আদালতে।

মনোনয়নপত্র পেশের সময় প্রার্থীদের জমা দেওয়া এফিডেভিটের তথ্য বিশ্লেষণ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। ৪১ জন প্রার্থীর মধ্যে সাতজনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি টাকার বেশি। কোটিপতি প্রার্থীর নিরিখে এগিয়ে আছে কংগ্রেস। তাদের তিনজন প্রার্থীর সম্পদ ১ কোটি টাকার বেশি। বিজেপির দু’জন ও তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী কোটিপতি। নৈহাটি আসনের উপনির্বাচনে বামফ্রন্ট যে সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থীকে সমর্থন দিয়েছে তাঁকেও কোটিপতির তালিকায় রাখা হয়েছে রিপোর্টে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen