Delhi-তে জয় হিন্দ কলোনির বাংলাভাষী বাসিন্দাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদে ধর্নায় ৪ TMC সাংসদ

আজ সোমবার বেলা তিনটে থেকে তৃণমূল কংগ্রেসের চার সাংসদ সাগরিকা ঘোষ, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাকেত গোখলে জয় হিন্দ কলোনিতে ধর্ণায় বসেছেন

July 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৮: দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি। এক টুকরো বাঙালি পাড়া। আপাতত অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলাভাষীরা। কলোনীতে জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ, উচ্ছেদ প্রক্রিয়া এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই এলাকায় বাংলার কোচবিহার ও উত্তরবঙ্গ থেকে আসা পরিযায়ী শ্রমিকদের পরিবারের বসবাস। যারা মূলত গৃহস্থালি ও স্যানিটেশন পরিষেবায় নিযুক্ত। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় ১.৫ কোটির বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা সম্মানের সঙ্গে কাজ করছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয় না।”

মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্যায় জর্জরিত এখানকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে মমতার নির্দেশেই তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি এলাকায় যান। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার উপ দলনেত্রী সাগরিকা ঘোষ, সাংসদ সুখেন্দু শেখর রায় ও সাকেত গোখলে। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা। প্রয়োজনে আইনি সহায়তার আশ্বাসও দেন।

জয় হিন্দ কলোনির বাংলাভাষী বাসিন্দাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ সোমবার বেলা তিনটে থেকে তৃণমূল কংগ্রেসের চার সাংসদ সাগরিকা ঘোষ, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সাকেত গোখলে জয় হিন্দ কলোনিতে ধর্ণায় বসেছেন। টানা ২৪ ঘণ্টা ধরে তাঁরা এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবেন বলে সংবাদ সংস্থা PTI সূত্রে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen