যোগীরাজ্যে স্কুল ভ্যানে চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, গ্রেপ্তার চালক
যোগীরাজ্যে আবারও যৌন নির্যাতনের শিকার নাবালিকা। অভিযোগ, স্কুল ভ্যানে চার বছরের শিশুকন্যার উপর যৌন নিগ্রহ করা হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.১৫: যোগীরাজ্যে আবারও যৌন নির্যাতনের শিকার নাবালিকা। অভিযোগ, স্কুল ভ্যানে চার বছরের শিশুকন্যার উপর যৌন নিগ্রহ করা হয়। এই ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ আরিফ। ফের উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ আনছেন নির্যাতিতা শিশুর মা। তদন্তকারীরা সেই অভিযোগও খতিয়ে দেখছেন। নাবালিকার পরিবারের অভিযোগ, যৌন নির্যাতনের বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছিল। তারা মুখ বন্ধ রাখার পরামর্শ দেয়। পরিবারের সদস্যদের হেনস্তাও করে অভিযুক্ত চালক।
শিশুকন্যার মায়ের অভিযোগ, মেয়ের গোপনাঙ্গে হঠাৎই ব্যথা শুরু হয়। শারীরিক পরীক্ষা করে চিকিৎসক বলেন, ওই নাবালিকা যৌন হেনস্তা শিকার হয়েছে। প্রিন্সিপালের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কোনও ব্যবস্থা না-নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেশি হৈচৈ করলে মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। অভিযুক্ত চালকই আবার মেয়েকে নিতে আসে। শিশুকন্যার পরিবার বাধা দিলে, তাঁদের সকলকে অভিযুক্ত চালক হেনস্তাও করে বলেও অভিযোগ করেছেন তাঁরা।