চার বছরের প্রতীক্ষা শেষ, মুখ্যমন্ত্রীর হাতে আজই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন

চার বছরের অপেক্ষা শেষ।

April 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চার বছরের অপেক্ষা শেষ। আজ, সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন। তারপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে স্কাইওয়াক।
এস পি মুখার্জি রোডের উপর উদ্বোধনী মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। পথে হেঁটে মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী।

স্কাইওয়াকের মূল অংশটি এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড ধরে সোজা চলে গিয়েছে মন্দির চত্বরে, যার দৈর্ঘ প্রায় ৪৩৫ মিটার। কালীঘাটের ফায়ার ব্রিগেডের দিক থেকেও একটি ৩০ মিটার দীর্ঘ শাখা স্কাইওয়াকের সঙ্গে যুক্ত হয়েছে। সেই পথেও মন্দিরে আসা যাবে। প্রবেশ এবং প্রস্থান পথ সহ বিভিন্ন অংশে মোট পাঁচটি মাথায় চূড়া বা ডোম বসানো হয়েছে। রয়েছে চলমান সিঁড়ি ও লিফট। নতুন হকার্স মার্কেটের তিনতলা থেকেও প্রবেশ এবং বেরনোর সুযোগ থাকছে। মোট পাঁচটি জায়গায় স্কাইওয়াকে ঢোকা ও বেরনোর গেট রয়েছে। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়া ও তার গায়ের ডিজাইন হয়েছে। ফুটে উঠেছে কালীর মুখ, মন্দির, জবা ফুল ইত্যাদির প্রতিকৃতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen